Top

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে: মির্জা ফখরুল

০৮ জুলাই, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ
খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আটকে রেখে ও বিদেশে মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা কেন্দ্রে তার চিকিৎসা করতে না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।

সোমবার (৮ জুলাই) দুপুরে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে আসার পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

তিনি বলেন, ভোরের দিকে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েন। উনার অনেক অসুখ আছে যা আমরা বারবার জাতির কাছে তুলে ধরেছি। কিন্তু সরকার কোনো কেয়ার করেনি। উনার জীবন হুমকির মুখে। এটা এরা (সরকার) ইনটেনশনালি করছে বলে আমরা মনে করি।

বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আজকে তিনি হাসপাতালে এসেছেন। এভাবে হঠাৎ করে আসতে হচ্ছে। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগেও তাকে হাসপাতালে আসতে হয়েছে। ক্রমাগত অত্যন্ত জটিল অসুখগুলো তাকে আক্রমণ করেছে। সেক্ষেত্রে আমরা বারবার বলেছি যে বিদেশে মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা কেন্দ্রে তার চিকিৎসা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে তারা (সরকার) প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না।

এর আগে ২২ জুন গভীর রাতে গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পরদিনই তার হৃদ পিণ্ডে সফলভাবে পেস-মেকার বসানো হয়। দুইদিন সিসিইউতে থাকার পর সিসিইউর সব সুবিধা নিয়ে কেবিনে কয়েকদিন থেকে গত ২ জুলাই এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফেরেন বিএনপি চেয়ারপারসন।

এর আগে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন লিভার বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচার করা হয়।

এএন

শেয়ার