Top

বেতন নেই ৬ মাস, কর্ম বিরতিসহ আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন

০৯ মার্চ, ২০২১ ৫:৪৭ অপরাহ্ণ
বেতন নেই ৬ মাস, কর্ম বিরতিসহ আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত তিন দিন যাবত আউটসোর্সিং এর হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীদের কর্ম বিরতিসহ মানববন্ধন কর্মসূচি চলছে।

এর আগে গত ৭ মার্চ রোববার সকাল থেকেই হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীরা তাদের কর্ম বিরতি ঘোষণা দিয়েছে। জানা গেছে গত ছয় মাস যাবত তারা তাদের বেতন-ভাতা পাচ্ছেন না। ঈদের বোনাস থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে। এছাড়াও বেতন বৈষম্যের শিকার হওয়া থেকেও তারা মু্ক্তির উপায় খুঁজছে।

মুলত, আউটসোর্সিং এর কর্মীদের বেতন ভাতা প্রদান করে ঢাকাস্থ অবস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ্ সিকিউরিটি সার্ভিসেস (প্রাঃ) লিমিটেড কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি গত ২৪ মে, ২০১৭ সাল থেকে জেলা হাসপাতালটিতে প্রায় ৫১ জন কর্মীকে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করেন। প্রথম দিকে তারা কর্মীদের বেতন ভাতা প্রদান করলেও গত ছয় মাস যাবত ভাতা প্রদান করছে না। ফলশ্রুতিতে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীরা বেতন ভাতা আদায়ের দাবিতে কর্ম বিরতির ঘোষণা এবং মানববন্ধন করেছে।

এদিকে টানা তিন দিনের কর্ম বিরতির ফলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতার বেহাল অবস্থা দেখা দিয়েছে। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আরশ্বাদ উল্লাহ’র বিশেষ অনুরোধে পরিচ্ছন্ন কর্মীরা এবেলা হাসপাতালের ওয়ার্ডে ঝাড়ু দিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, পরিচ্ছন্ন কর্মীদের বেতন ভাতা প্রদান করা আসলে হাসপাতাল কর্তৃপক্ষের নয়। এই সমস্ত কর্মীরা মুলত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করে থাকে। এখন গত ছয় মাস যাবত কর্মীরা তাদের বেতন-ভাতা পাচ্ছেন না। এটা খুবই দুঃখজনক। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে। তারা বেতন দিতে অস্বীকৃতি জানায়। ইতিমধ্যে আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চিঠি প্রদান করেছি।

শেয়ার