লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
এ সময় আন্দোলনকারীরা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইট পার্কের নিক্ষেপ ও ব্যানার ছিড়র ফেলেন। পরে বিক্ষোপকারীরা লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন।
বৃহস্পতিবার(১৮ জুলাই) দুপুরে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করলে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাথে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে সারা দেশের শিক্ষার্থীরা আন্দোলন করছে। যার অংশ হিসেবে হাতীবান্ধা উপজেলা সদরে গণজমায়েত হন শিক্ষার্থীরা। এ সময় দুই জন শিক্ষার্থীকে একা পেয়ে মারপিট করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতা কর্মীদের ধাওয়া করেন।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুনরায় সরকারী আলীমুদ্দিন কলেজ ও মেডিকেল মোড়ে অবস্থান নেয়। সাধারণ শিক্ষার্থীদের মিছিলে যুক্ত ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এবিষয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু বলেন, বিএনপি’র লোকজন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। এটা নিয়ে পরে ব্যবস্থা নেয়া হবে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এসকে