গাজীপুর জেলা কারাগারে বিক্ষোভ ও গোলাগুলি হয়েছে। হঠাৎ কারাগারে গুলাগুলি শুরু হয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে কারাগারে এ ঘটনা ঘটে। গাজীপুরের জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম বিষয়টি নিশ্চিত করেন।
গাজীপুর জেলা কারা হাসপাতালের চিকিৎসক মাকসুদা বলেন, কারাগারে বন্দিরা বিদ্রোহ করেছেন। এ ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ মাথায়, কেউ চোখে, কেউবা পায়ে আঘাত পেয়েছেন। আহতদেরকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন কারাবন্দি ও তিন জন কারারক্ষী আছেন।
এদিকে, কাশিমপুর কারাগার থেকে বন্দিদের পালানোর ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করে মাইন উদ্দিনকে নতুন জেল সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে তার স্থানে নতুন কারা সুপারকে দায়িত্ব দেওয়া হয়। বন্দিদের বিক্ষোভ এবং পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তাকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার এবং নতুন জেল সুপারের দায়িত্বের বিষয়টি সুব্রত কুমার বালা নিজেই নিশ্চিত করেছেন।
জানা গেছে, দেশের বিভিন্ন কারাগারের বন্দিদের বিক্ষোভের খবরে গাজীপুর জেলা কারাগারের বন্দিরাও মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারের ভেতরে গুলি ছোড়া হয়। তবে দুপুর সাড়ে ১২টার দিকে আর কোনও গুলির শব্দ পাওয়া যায়নি।
এদিকে, গাজীপুর জেলা কারাগারে গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ ও পথচারীরা।
এসকে