Top

ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকে সোনা জিতলো স্পেন

১০ আগস্ট, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকে সোনা জিতলো স্পেন

রোমাঞ্চকর ম্যাচ শেষে সোনা জিতলো স্পেন। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ফ্রান্স। এরপর টানা তিন গোল করে জোড়া গোলের লিড নেয় স্পেন। সেই দুই গোল শোধ দেয় ফরাসিরা। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে সের্হিও কামেয়োর জোড়া গোল করে ম্যাচ থেকে ছিটকে দেন ফ্রান্সকে। ৫-৩ গোলের জয়ে প্যারিস অলিম্পিকের সোনা জিতলো স্প্যানিশরা।

শুক্রবার (১০ আগস্ট) পুরুষ ফুটবলের ফাইনালে ম্যাচের ১২ মিনিটে লিড পায় স্বাগতিক ফ্রান্স। ৭ মিনিট পরই গোল করে স্পেনকে সমতায় ফেরান ফারমিন লোপেজ। এরপর ম্যাচের ২৫ মিনিট ও ২৮ মিনিটে আরও দুটি গোল করে স্পেন।

স্পেনের দ্বিতীয় গোলটিও আসে লোপেজের পা থেকে। তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার আলেক্স বায়েনা। ৩-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্পেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭৯ ও যোগ করা সময়ে গোল করে নাটকীয়ভাবে ম্যাচে ফেরে ফ্রান্স। এরপর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ১০০ ও ১২০ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করে কামেয়ো।

এম পি

শেয়ার