Top

উদ্ধার হওয়া হাতির শাবকটি বঙ্গবন্ধু সাফারি পার্কের আইসোলেশনে

১২ মার্চ, ২০২১ ৭:০৬ অপরাহ্ণ
উদ্ধার হওয়া হাতির শাবকটি বঙ্গবন্ধু সাফারি পার্কের আইসোলেশনে
কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে উদ্ধার হওয়া ৪ মাসের হাতির শাবকটি চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের কোয়ারাইন্টাইন সেন্টারের আইসোলেশনে রাখা হয়েছে। স্বাভাবিক খাবার খাচ্ছে না শাবকটি। তবে এখনো হাতির শাবকটি সুস্থ্য আছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে টেকনাফ থেকে বনকর্মীরা শাবকটিকে বঙ্গবন্ধু পার্কে নিয়ে আসেন।

ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজাহারুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাতির শাবকটি সবল ও সুস্থ আছে। শাবকটির বয়স আনুমানিক ৪ মাস। বর্তমানে এটিকে পার্কের কোয়ারেন্টাইন সেলের আইসোলেশনে রাখা হয়েছে। প্রতি ২ ঘন্টা পরপর শাবকটিকে দুই লিটার করে ল্যাকটোজেন-১ খাওয়ানো হচ্ছে। শাবকটি লতা পাতাসহ অন্য কোন খাবার খাচ্ছে না।’

এর আগে বুধবার বিকেল ৩ টায় টেকনাফের শামলাপুর হোয়াইক্যং ঢালায় হাতি খোলার মাঠ স্থানে (২০২০সালের সুফল বাগান) হাতির শাবকটিকে দেখতে পায় লোকজন। আশপাশে কোথাও সাবকটির মাকে দেখতে না পেয়ে স্থানীয়রা হাতির শাবকটি ধরে ফেলে। পরে শামলাপুর বিট কর্মকর্তার হাতে শাবকটি তুলে দেয়া হয়।

শেয়ার