Top

স্বামীর সহায়তায় মেশিন চালিয়ে স্বাবলম্বী কল্পনা

১২ মার্চ, ২০২১ ৭:৫০ অপরাহ্ণ
স্বামীর সহায়তায় মেশিন চালিয়ে স্বাবলম্বী কল্পনা
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

তহমিনা জাহান কল্পনার একটা চাকরি হয়েছিল। তার ট্রেনিং ছিল বগুড়ায়। বগুড়া থেকে ট্রেনিং না করিয়ে কল্পনাকে বাড়িতে ফিরিয়ে আনে তার ভাই। কল্পনার মনে জিদ ভর করে সে নিজে কিছু একটা করে দেখিয়ে দিবে। সে সময় কল্পনা একটি কম দামের সেলাই মেশিন কিনে নেয়। সে শুরু করে মেয়েদের সব ধরনের ড্রেসের কাজ।

এরপর তার বিয়ে হয়ে যায় আলমডাঙ্গার প্রাগপুরে। কল্পনার ভাগ্য ভাল। তার বিয়ে হয় জাহাঙ্গীর নামের একজন ভাল মানুষের সাথে। চাকরি সূত্রে তারা বাসা নেয় চুয়াডাঙ্গা শহরে। এরপরই জাহাঙ্গীরের স্ত্রী কল্পনাকে একটি দামি মানসম্মত সেলাই মেশিন কিনে দেন। কল্পনা শুরু করে বেবী ও মেয়েদের সব ধরনের ড্রেসের কাজ। অসাধারণ অসাধারণ ডিজাইনের ড্রেস দ্রুত তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

তার বাড়ি হয়ে ওঠে চুয়াডাঙ্গা নিউ মার্কেটের একটি ব্যস্ত দোকানের মত। সে ব্যবসার পেইজ খোলে ‘সানিয়া ড্রেস হাউস’ নামে। কল্পনা এখন কাজ করছে বেবি ড্রেস, শাড়ি, থ্রি পিচ, বেডসিট  বোরকা ও খিমার সেট নিয়ে। কল্পনাকে এখন আর পেছন ফিরে তাকাতে হয় না। এক সময়ের কপর্দকশুণ্য কল্পনা এখন লাখপতি। এখন সে রীতিমত নারী উদ্যোক্তা।

শেয়ার