Top
সর্বশেষ

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে আঠারো হাজার বসতঘর

১০ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৪৫ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে আঠারো হাজার বসতঘর
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে চলমান বন্যায় ১৮ হাজার ৩৬৫ টি পাকা, আধাপাকা ও কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। যা মেরামত করতে ব্যয় হবে আনুমানিক ১২৬ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকা।

মঙ্গলবার (১০সেপ্টেম্বর) দুপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, জেলার ৫ টি উপজেলা বেশ কিছু এলাকা বন্যা কবলিত। সহজে পানি নামতে না পারায় দীর্ঘ মেয়াদী বন্যার কবলে পড়েছে জেলাটি। ফলে বসতঘর পানিতে নিমজ্জিত থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচাঘর। ঘরের ভিটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। কাঠ ও টিনের তৈরি বেড়া এবং কাঠের খুঁটি পঁচে নষ্ট হয়ে গেছে। জরাজীর্ণ হয়ে পড়েছে বসতঘর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার ৫ টি উপজেলার মধ্যে সদর উপজেলাতে সাড়ে ৭ হাজার বসতঘর, রায়পুর উপজেলাতে ১৩০৮ টি বসতঘর, রামগঞ্জে ১৮৮৫ টি, রামগতিতে ১২৯২ টি ও কমলনগরে ৬৩৮০ টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার্তদের আয় উপার্জন না থাকায় অর্থনৈতিক সংকটে পড়েছেন দুর্গত এলাকার বাসিন্দারা। নিন্ম আয়ের লোকজন এসব ক্ষতিগ্রস্ত ঘর মেরামত নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। ঘর মেরামতে সরকারি কোন সহায়তা পাননি বন্যার্ত লোকজন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে আমরা কাজ শুরু করবো।

জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, লক্ষ্মীপুরে বন্যায় বিভিন্ন সেক্টরে ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের সকল দপ্তর তাদের স্ব-স্ব বিভাগের ক্ষতির পরিমাণ নির্ণয় করে ডিপার্টমেন্টে প্রেরন করেছে। আশা করি দ্রুত আমরা ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে পারবো।

এম পি

শেয়ার