Top

আশুলিয়ায় ৪ ছিনতাইকারী আটক

১৩ মার্চ, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ
আশুলিয়ায় ৪ ছিনতাইকারী আটক
সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়া থেকে কুখ্যাত চার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব- ৪।

শনিবার (১৩ মার্চ) ভোর রাতের দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ সময় আটক চার ছিনতাইকারীর দেহ তল্লাশী করে একটি ধারালো চাকু, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটক চার ছিনতাইকারী হলো মাজেদ হোসেন, জাবেদ, মাছুম মন্ডল ও জিয়া মিয়া। তারা সড়ক পথে গাড়ী নিয়ে ছিনতাইকারি চক্রের সদস্য।

র‌্যাব-৪ জানায়, গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ এ চক্রের ৫-৬ জন সদস্য দলবদ্ধ হয়ে সাভার-আশুলিয়াসহ ঢাকা জেলার বিভিন্নস্থানে রাতের অন্ধকারে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ছিনতাই করত এবং বিশেষ ক্ষেত্রে যারা জোড়াজোড়ি করত সে সকল ভূক্তভোগীকে ছিনতাইকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করত। পরে একাধিক ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে চার ছিনতাইকারীকে আটক করা হয়।

আটক চার ছিনতাইকারীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান জানান ছিনতাইকারিদের আদালতে প্রেরণ করা হযেছে।

শেয়ার