Top

বিচারের আশ্বাসে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে অবরোধ প্রত্যাহার

১৩ মার্চ, ২০২১ ৪:৫৫ অপরাহ্ণ
বিচারের আশ্বাসে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে অবরোধ প্রত্যাহার
ময়মনসিংহ প্রতিনিধি :

প্রশাসন ও দুই জেলার পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে পরিবহন শ্রমিক ইউনিয়নের দীর্ঘ বৈঠকের পর ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের বিচারের আশ্বাসে ১১ ঘন্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৩ মার্চ) দুপুর ১ টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন জেলা মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা।

তিনি বলেন, দুপুরে প্রশাসনসহ পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে দীর্ঘ বৈঠকে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের ৪৮ ঘন্টার মধ্যে বিচারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। যার ফলে ময়মনসিংহ-নেত্রকোনা, ময়মনসিংহ-পূর্বধলা সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার বিকালে গাড়ির সাইড দেয়া নিয়ে নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীকের গাড়ি চালক ও সাংসদের গাড়ির বহরে থাকা লোকজনের সাথে এক ট্রাক চালক দেলুয়ার হোসেনের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এরই জেরে গত রাত ২ টার দিকে পরিবহন শ্রমিকরা রাস্তা অবরোধ করে সব ধরণের যান চলাচল বন্ধ করে দেয়। ফলে রাস্তার দু’পাশে বিভিন্ন ধরনের যান আটকে থাকায় হাজার হাজার যাত্রী সাধারণের চরম ভোগান্তির সৃষ্টি হয়।

শেয়ার