Top

ময়মনসিংহে ৪ দিন ব্যাপী বিভাগীয় ইনকিউবেশন প্রোগ্রাম’ শুরু

১৪ মার্চ, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
ময়মনসিংহে ৪ দিন ব্যাপী বিভাগীয় ইনকিউবেশন প্রোগ্রাম’ শুরু
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহে ৪ দিন ব্যাপী বিভাগীয় ইনকিউবেশন প্রোগ্রাম’ শুরু হয়েছে।

রোববার (১৪ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প’র উদ্যোগে চার দিনব্যাপী বিভাগীয় ইনকিউবেশন প্রোগ্রামের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

এসময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান ও বিভাগীয় কমিশনার কামরুল হাসান উপস্থিত ছিলেন।

এতে বিভাগের চার জেলার ৬০ জন তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশ আজ স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হওয়ার পিছনে অন্যতম অবদান রেখে যাচ্ছে দেশিয় উদ্যোক্তারা। যাদের নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। বঙ্গবন্ধুর স্বপ্নাদর্শের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলেও জানান মন্ত্রী।

শেয়ার