Top
সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের নতুন সচিব সালেহ আহমেদ

০২ অক্টোবর, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ
ভূমি মন্ত্রণালয়ের নতুন সচিব সালেহ আহমেদ
নিজস্ব প্রতিবেদক :

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক আমলা এ এস এম সালেহ আহমেদ। তাকে দুই বছরের চুক্তিতে এ নিয়োগ দেওয়া হয়।

বুধবার (২ অক্টোবর)  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সালেহ আহমেদকে প্রথমে সিনিয়র সচিব নিয়োগ দেওয়া হয়। এরপর তাকে ভূমি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

যোগদানের তারিখ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এর আগে বুধবার অন্য এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বিএইচ

শেয়ার