Top
সর্বশেষ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে

এনায়েতপুরে আইসিএল স্কুলে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

১২ অক্টোবর, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ
এনায়েতপুরে আইসিএল স্কুলে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আই সি এল স্কুলে রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর)। সকাল ১০ টার দিকে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে আই সি এল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হোসেন রেজা, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মো: সাইদুল ইসলাম, এনায়েতপুর থানা আমির ডা. সেলিম রেজা, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মতিন মিয়া।

এসময় বর্তমান ও সাবেক শিক্ষার্থীর উপস্থিতিতে বিদ্যালয় চত্বরটি যেনো মিলন মেলায় পরিণত হয়। কেক কর্তন শেষে বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার