Top
সর্বশেষ
২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৫৬৩৪ কোটি টাকা সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ পড়েন: জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা চরম সংকটেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খরচ বিলাস তাপমাত্রা আরও কমে শীত তীব্র হওয়ার সম্ভাবনা দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ, খসড়া তালিকা প্রকাশ ইসরায়েলি বর্বরতা: ৬ শতাংশ কমেছে গাজার জনসংখ্যা মন্টিনিগ্রোতে রেস্তোরাঁয় গোলাগুলি, শিশুসহ নিহত ১০ মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১০৫ অবৈধ অভিবাসী আটক

অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন

৩০ অক্টোবর, ২০২৪ ৮:৪৪ পূর্বাহ্ণ
অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন

নারায়ণগঞ্জের রুপগঞ্জে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ শিশু তাসলিমা (৯) মারা গেছে। এর আগে এ ঘটনায় তাসলিমার দুই ভাই মারা যান। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসলিমা।

গত শুক্রবার রাতে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্নে একই পরিবারের ছয়জন ভর্তি হন। তাদের মধ্যে তিনজন মারা গেছেন।

এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোরে জুয়েল ও মো. ইসমাইল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একইদিন রাত আটটার দিকে মারা যায় তাদের বোন তাসলিমা। তাসলিমার শরীরে ৬৩ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় নিহতদের বাবা বাবুল ৬৬ শতাংশ দগ্ধ, মা শেলি ৩০ শতাংশ দগ্ধ ও আরেক বোন মুন্নি ২০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।

এনজে

শেয়ার