Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন

৩০ অক্টোবর, ২০২৪ ৮:৪৪ পূর্বাহ্ণ
অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন

নারায়ণগঞ্জের রুপগঞ্জে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ শিশু তাসলিমা (৯) মারা গেছে। এর আগে এ ঘটনায় তাসলিমার দুই ভাই মারা যান। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসলিমা।

গত শুক্রবার রাতে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্নে একই পরিবারের ছয়জন ভর্তি হন। তাদের মধ্যে তিনজন মারা গেছেন।

এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোরে জুয়েল ও মো. ইসমাইল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একইদিন রাত আটটার দিকে মারা যায় তাদের বোন তাসলিমা। তাসলিমার শরীরে ৬৩ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় নিহতদের বাবা বাবুল ৬৬ শতাংশ দগ্ধ, মা শেলি ৩০ শতাংশ দগ্ধ ও আরেক বোন মুন্নি ২০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।

এনজে

শেয়ার