রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১দফার লিফলেট বিতরণ করা হয়েছে মোংলায়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করে বিএনপি।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্ট শেখ আঃ হালিম খোকনের নেতৃত্বে দিনভর মোংলায় এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতা এমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে শেখ আঃ হালিম খোকন বলেন, ১৭বছরের আন্দোলনের ধারাবাহিকতায় আমরা গত বছরের ১৩জুলাই রাষ্ট্র মেরামতের লক্ষে তারেক রহমানের দেয়া ৩১দফার লিফলেট জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে সবাই এসকল দফা সম্পর্কে জানতে পারেন। তিনি আরো বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তা আমার নেতা তারেক রহমান আগে থেকেই দিয়ে দিয়েছেন। কারন এটা কাজে লাগালে বর্তমান সরকারের জন্য সহায়ক হবে।
এছাড়াও তিনি আরও বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এদেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহবাণ জানান তিনি।
খোকন এ সময় আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় তারেক রহমানের উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে নেতা-কর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।
এম জি