জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভারতীয় ৫০ কোটি টাকার অর্থায়নে চারুকলা অনুষদের ভবন নির্মাণকে কেন্দ্র করে চারুকলা বিভাগের বিপরীতে আধিপত্যবাদ বিরোধী মঞ্চ, গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন ও ছাত্র ইউনিয়নের একাংশদের নিয়ে সম্মিলিত একটি পক্ষের মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এসময় দু’পক্ষের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, চারুকলা ভবন চাই; প্রশাসনের প্রহসন, মানি না মানবো না; প্রশাসনের তালবাহানা, চলবে না চলবে না; এই মুহূর্তে ভবনের কাজে শুরু কর, করতে হবে’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের পরিযায়ী পাখির লেক ও জলাশয় ভরাট করে এই প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।এসময়, চারুকলা বিভাগের এই উন্নয়নকাজের প্রকল্প পরিচালক (পিডি) সহযোগী অধ্যাপক এম এম ময়েজউদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীরা শ্লোগান দেয়। চারুকলা ভবন নির্মাণ প্রসঙ্গে সেখানে বিক্ষোভ-মিছিল নিয়ে আধিপত্যবাদ বিরোধী মঞ্চ, গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন ও ছাত্র ইউনিয়নের একাংশ সেখানে উপস্থিত হয়। তারা ‘ভারতীয় আগ্রাসন, মানি না মানব না’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ময়েজের দুই গালে, জুতা মারো তালে তালে’ ভারতীয় অর্থায়নে ভবন নির্মাণ চলবে না’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
ভবনটির নির্মাণ বন্ধে সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান নামের বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি নষ্ট করে ভবন নির্মাণ করা যাবে না। মাস্টারপ্ল্যান করে ভবনের নির্মাণকাজ শুরু করতে হবে। একই সঙ্গে ভারতের টাকায় কোনো ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। চারুকলার জন্য যেখানে ভবন নির্মাণ শুরু হয়েছিল, সেখানে নির্বিচার অনেক গাছ কেটে ফেলা হয়েছে। এর জন্য চারুকলা বিভাগের শিক্ষক ময়েজউদ্দিনের মতো আওয়ামী লীগের দোসরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
পরবর্তীতে, রাত ৯টা পেরিয়ে গেলেও চারুকলা বিভাগের শিক্ষার্থীরা অবরোধ তুলে না নিলে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান সেখানে আসেন। এসময় উপাচার্য চারুকলা বিভাগের শিক্ষার্থীদের যৌক্তিক সময়দান ও আলোচনার টেবিলে বসার আহ্বান জানান৷
রাত সাড়ে ১১টায় এসময় চারুকলা বিভাগের শিক্ষার্থীদের স্থান ত্যাগ করতে দেখা যায়৷ পরে রাত পৌনে ১২টায় শহীদ সালাম-বরকত হল থেকে শতাধিক শিক্ষার্থীর একটি বিক্ষোভ-মিছিল রেজিস্ট্রার ভবন, ট্রান্সপোর্ট, চারুকলা এক্সটেনশন হয়ে শুরু হওয়ার স্থানে এসে শেষ হয়।
এসময় শহীদ সালাম-বরকত হলের শিক্ষার্থীদের ‘হবে না হবে না, সালাম-বরকতের সামনে ভবন নির্মাণ হবে না; পরিবেশ ধ্বংস করে, ভবন নির্মান হবে না; মাস্টারপ্ল্যান ছাড়া ভবন নির্মাণ হবে না; হবে না হবে না, আবাসিক হলের পাশে ভবন নির্মাণ হবে না৷’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
এদিকে, চারুকলা শিক্ষার্থীদের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানে পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটি। ক্ষোভ প্রকাশ করে শাখা ছাত্রদলের সংগঠক জাকিরুল ইসলাম বলেন, চারুকলা বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করতেছেন, আপনাদের যা মনে চায় করতে পারেন ভালো কথা কিন্তু মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও দেশের গর্বিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের “ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক সাঁটানো পোস্টারগুলো নিয়ে আপনাদের কি সমস্যা?
এর আগে, দুপুর ১২টা থেকে দ্রুত ভবন নির্মাণের কাজ শুরুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা৷ এসময় আটকা পড়েন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব, রেজিস্ট্রার আজিজুর রহমানসহ প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, এই বছরের মাঝামাঝি সময়ে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটির সময় জাবির আল-বেরুনী হল সংলগ্ন জলাশয়ের এক পাশে চারুকলা বিভাগের ভবনের জন্য মাটি খননের যন্ত্র দিয়ে অন্তত শত শত গাছ উপড়ে ফেলা হয়েছিল। তখনও শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিল।
এনজে