Top

জমি বিক্রি করবে আমরা নেটওয়ার্কস

০৩ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ
জমি বিক্রি করবে আমরা নেটওয়ার্কস

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আমরা নেটওয়ার্কস লিমিটেড চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার পূর্ব নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত একটি প্লট বিক্রি করবে। প্লটটির নাম্বার ৪০। এর আয়তন ৯৮. ৩০ ডেসিমেল। প্লটির দাম নির্ধারণ করা হয়েছে ২২ কোটি টাকা।

শেয়ারহোল্ডারদের সম্মতি সাপেক্ষে জমি বিক্রি করার এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এএ

শেয়ার