Top

চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসির দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ

০৪ ডিসেম্বর, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ
চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসির দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

ইসকন কর্তৃক চট্টগ্রামে মসজিদ ভাংচুর, আইনজীবী হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশ থেকে সনাতন ধর্মীয় জাগরণ মঞ্চের মূখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসির দাবি জানানো হয়।

বুধবার (৪ ডিসেম্বর) কোটালীপাড়া উপজেলা পরিষদ ভবনের সামনের সড়কে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলার গোপালপুর মাদ্রাসার মোহতামিম কবিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অনুষ্ঠিত সমাবেশে মুফতি মাসুদ আহম্মেদ , খেলাফত মজলিসের সভাপতি মুফতি আঃ রাজ্জাক, কোটালীপাড়া ইমাম পরিষদের সভাপতি রফিকুল ইসলাম,খাদেমুল ইসলামের সহ সভাপতি মাহামুদ হাসান শামীম, সাফায়েত হোসেন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মনজুরুল হক, ডাক বাংলা জামে মসজিদের ইমাম আঃ কুদ্দুস, মাওলানা আনসারউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদারসহ বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

এম জি

শেয়ার