গাজীপুরের শ্রীপুর পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন বহির্ভূতভাবে সড়ক ও জনপথের জায়গায় বাজার ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। দোকান সরিয়ে নেয়ার কথা বললে ইজারাদারের পক্ষে আজমল হোসেন শাকিল ও তার সহযোগীরা ভবন মালিক এবং তার স্বজনদের হামলা করে কুপিয়ে মারাত্নক আহত করে। রবিবার (০৮ ডিসেম্বর) হামলাকারীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিাবর। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষে আহত আলফাতুন সিএন্ডবি বাজারের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
আসামীরা হলো আজমল হোসেন শাকিল, সানি, আজিজুল শেখ, রনি, আসিফ, সাব্বির, সাদাফ, শিব্বির, শরিফ, শিপু, অপু, আক্তার হোসেন এবং নূরু মিয়া।
এর আগে আইন বহির্ভূত ইজারা বাতিলের জন্য জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করে আলফাতুন। ওই জমিতে ইজারাদার দোকান নির্মাণ করায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আবেদনের প্রেক্ষিতে বেআইনী ও আইন বহির্ভূত ইজারা বাতিলের জন্য গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক মুশফিক-উল-আলম শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ভুক্তভোগী আলফাতুন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শ্রীপুর পৌরসভার ১নং সিএন্ডবি বাজার শ্রীপুর পৌর কর্তৃপক্ষ আইন বহির্ভূতভাবে ইজারা দেয়। গত ৩ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর কার্যালয়ে উভয় পক্ষকে ডেকে ইজারাদার আক্তার হোসেন ও শাকিলকে ৬টি দোকানের ৩টি দোকান সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। ওইদিন সন্ধ্যা ৬ টায় সিএন্ডবি বাজারে শাকিল ও তার সহযোগীরা ক্ষুব্দ হয়ে ভুক্তভোগীর পরিবারের সদস্য নূরুল আমীন, তাঁর স্ত্রী আলফাতুন, বড় ভাই রুহুল আমীন এবং ভাড়াটিয়া মানিক মিয়াকে দেশীয় অস্ত্রে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্নক আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হলে গুরুতর আহত অবস্থায় তাদেরকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখে। ভুক্তভোগী তাঁর বক্তব্য আইন বহির্ভূতভাবে সড়ক ও জনপথের জায়গার শ্রীপুর পৌর কর্তৃপক্ষের ইজারা বাতিল এবং আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, সিএন্ডবি বাজারে মারামারির ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ জানান, ইজারার বিষয়টি নিয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) উভয় পক্ষকে ডেকে ইজারাদারকে ৬টি দোকানের ৩টি দোকান সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। শুনেছি ওইদিন (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা রুজু হয়। যেহেতু ঘটনাটি মামলা পর্যন্ত চলে গেছে বিষয়টি তদন্ত সাপেক্ষে পুলিশ ব্যবস্থা নিবে।
এনজে