গুচ্ছপদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা চালু এবং আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা নেওয়ার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা গুচ্ছপদ্ধতির কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, গুচ্ছপদ্ধতির কারণে ভর্তি প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার শিকার হচ্ছে, প্রশ্নপত্রে বৈচিত্র্যের অভাব, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মানদণ্ড উপেক্ষিত হচ্ছে, এবং মেধার সঠিক মূল্যায়ন করা যাচ্ছে না। এ পদ্ধতির কারণে বিশ্ববিদ্যালয়গুলো আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ হয়ে পড়ছে এবং তাদের স্বকীয়তা হারাচ্ছে। পাশাপাশি, বিদেশি শিক্ষার্থীদের জন্যও তৈরি হচ্ছে জটিলতা, একাধিক সুযোগ হারানোর ঝুঁকি এবং সময়ের অপচয় হচ্ছে।
ফার্মেসি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী নাঈমুর রহমান শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপিটি জমা দেন। এ বিষয়ে নাঈমুর রহমান জানান, “গুচ্ছ পদ্ধতি নানা অসুবিধার সৃষ্টি করছে, তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করেছি।” তিনি আরও জানান, উপাচার্য তাকে জানিয়েছেন যে, ভর্তি পরীক্ষা নিয়ে আগামীকাল বিশ্ববিদ্যালয়গুলোর একটি মিটিং অনুষ্ঠিত হবে, সেখানে তিনি শিক্ষার্থীদের দাবিগুলো পেশ করবেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, আমাদের প্রথম থেকে ইচ্ছে ছিল গুচ্ছ থেকে বেরিয়ে যাবো এবং ঐ হিসেবে আমরা আলোচনাও শুরু করেছিলাম। কিন্তু যেহেতু এটি একটি সমন্বিত পদ্ধতি, তাই চাইলেও আমরা এখনোই বের হতে পারছিনা। মন্ত্রনালয়কেও এই ব্যপারে জানানো হয়েছে। সেখান থেকেও বলেছে আপাতত গুচ্ছ থেকে বের না হতে পরামর্শ দেয়া হয়েছে। তবে উপাচার্যদের মিটিং আছে, সেখানে আমি এটি আবারও উপস্থাপন করবো।
বিএইচ