Top

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ দেখতে চায় মানুষ: আতিকুর রহমান

১০ ডিসেম্বর, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ দেখতে চায় মানুষ: আতিকুর রহমান
লক্ষ্মীপুর প্রতিনিধি :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারী আতিকুর রহমান বলছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে। নতুন বাংলাদেশে মানুষ আর দুর্নীতিবাজ চায় না। সন্ত্রাসী চায় না। তারা চায় জামায়াতের নেতৃত্ব বাংলাদেশ।

মঙ্গলবার (১০ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়ন জামায়াতের কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এমন কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জামায়াত নেতৃত্বে আসলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, বাকশাল মুক্তি বাংলাদেশ হবে। ইনসাফ প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে। তাই আগামীতে জামায়াতকে নির্বাচিত করতে হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমীন ভূঁইয়া।

বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্লাহ, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মনির আহমদ, রায়পুর উপজেলা জামায়াতের আমীর সাইয়েদ নাজমুল হুদা, সেক্রেটারি আব্দুল আউয়াল রাসেল, সহকারী সেক্রেটারি মোঃ আবুল কাশেম প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন ৭ নং বামনি ইউনিয়ন জামায়াতের আমির মঞ্জুরুল কবির বিএসসি।

এম জি

 

শেয়ার