‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা।’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে কক্সবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। কক্সবাজার সদর উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সোমবার (৯ ডিসেম্বর) কক্সবাজার সদর উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন কক্সবাজারের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী।
কক্সবাজার সদর উপজেলা সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার সঞ্চালনায় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা সহকারী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াছ খান।
এছাড়াও আলোচনা সভায় সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক খুরশেদ আলম আনচারী, সদর উপজেলা বিএনপির সভাপতি মেজর (অব:) আবদুল মাবুদ’সহ সাংবাদিক, শিক্ষার্থী, এনজিও কর্মী ও সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এম জি