Top

শেরপুরের চাঞ্চল্যকর সেনা সদস্য হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেপ্তার

১০ ডিসেম্বর, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ
শেরপুরের চাঞ্চল্যকর সেনা সদস্য হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেপ্তার
শেরপুর প্রতিনিধি :

শেরপুর সদর উপজেলায় চাঞ্চল্যকর সেনা সদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার অন্যতম প্রধান দুই আসামি মো.সমেজ উদ্দিন(৬০) ও মো.নাজিম উদ্দিন (৩৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। গ্রেপ্তারকৃত সমেজ উদ্দিন শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার ইব্রাহীম মন্ডলের ছেলে ও নাজিম উদ্দিন একই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর–এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী মঙ্গলবার(১০ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‍্যাব জানায়, শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার হাসান আলীর ছেলে ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত ছিলেন। ছয় মাস আগে শেরপুর শহরের বারাক পাড়ায় বিয়ে করেন তিনি। তিনদিনের ছুটিতে এসে দুইদিন শ্বশুরবাড়িতে থেকে, নিজ বাড়ি গিয়ে গত ২ ডিসেম্বর সকালে বাবার সাথে ধান কাটতে যান। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচারা মিলে ওয়াসিমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ওয়াসিমের ছোট ভাই জসিম উদ্দিন ২১ জনের নাম উল্লেখ করে ৩৩ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে মাঠে নামে। এরই অংশ হিসেবে র‍্যাব-১৪ শেরপুর সদর উপজেলার সাজিপাড়া এলাকা থেকে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ওয়াসিম হত্যা মামলার অন্যতম আসামি মো. সমেজ উদ্দিনকে গ্রেপ্তার করে। অপরদিকে র‍্যাব-১৪, জামালপুর ও র‍্যাব-১১, নারায়ণগঞ্জ–এর যৌথ আভিযানে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের গোদনাইন এলাকা থেকে মো. নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের শেরপুর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র‍্যাবের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

এম জি

শেয়ার