ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট সদর উপজেলা শাখার প্রকাশনা বিভাগের উদ্যোগে বার্ষিক প্রকাশনা ২০২৫ এর উন্মোচন উপলক্ষে “প্রকাশনা প্রহর” অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনটি থানার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ আল মাশকুর শেখ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মাদ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ বাকি বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবু তাহের এবং প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আহমাদুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মুঈনুল ইসলাম, স্কুল সম্পাদক তায়িম হাওলাদার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জুনায়েদ এবং সদস্য বনী আমিনসহ থানা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে প্রকাশনার গুরুত্ব তুলে ধরে বলেন, “প্রকাশনা একটি জাতির বুদ্ধিবৃত্তিক উন্নয়নের পরিচায়ক। আমাদের এ উদ্যোগ আগামী প্রজন্মকে জ্ঞানচর্চার দিকে আগ্রহী করবে।
অনুষ্ঠানের শেষে বার্ষিক প্রকাশনা ২০২৫ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। নেতৃবৃন্দ প্রকাশনার মান ও বিষয়বস্তু নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধ প্রকাশনার আশা ব্যক্ত করেন।
এম জি