Top
সর্বশেষ

শাহরাস্তিতে চিতোষী জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন

১৪ ডিসেম্বর, ২০২৪ ১১:৩১ পূর্বাহ্ণ
শাহরাস্তিতে চিতোষী জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি :

শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের অফিস চিতোষীতে আধুনিক ও উন্নতমানের সেবা নিয়ে চিতোষী জেনারেল হাসপাতালের কার্যক্রম শুরু – হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) হাসপাতালের শুভ উদ্বোধন করেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী এডভোকেট মো. নজরুল ইসলাম। চিতোষী বাজার সাব রেজিষ্ট্রি অফিস সংলগ্ন নিজস্ব ভবনে হাসপাতাল উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে কাইমুল হক রিংকু ও ডাঃ সাইফুল ইসলাম চৌধুরী’র তত্বাবধানে ডাঃ ফয়েজ উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা আমীর মোঃ মোস্তফা কামাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মনিরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের ডাঃ মোঃ মুশফিকুল ইসলাম আদনান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জিয়া উদ্দিন ইমরান প্রমুখ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী এডভোকেট মো. নজরুল ইসলাম বলেন, চিতোষীর দিকে দীর্ঘদিন ধরে আধুনিক মানের কোনো বেসরকারি হাসপাতাল ছিলো না। বর্তমানে জেনারেল হাসপাতালটি আধুনিক -বিশেষজ্ঞ ডাক্তার, ডিপ্লোমা নার্স, অভিজ্ঞ স্বাস্থ্য কর্মী ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ডিজিটাল পদ্ধতিতে এখানে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। শাহরাস্তি, মনোহরগঞ্জ উপজেলার জনসাধারণসহ আশেপাশের উপজেলার জনসাধারণ এ হাসপাতালের মাধ্যমে উন্নত সেবা পাবে। জনগণকে উন্নত সেবার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আহ্বান জানান।

এনজে

শেয়ার