হাজীগঞ্জে স্বর্ণ বিক্রি করতে গিয়ে দোকানীর হাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন যুবক। বিক্রেতা যুবককে অন্য স্থানে নিয়ে চোরের অপবাদ দিয়ে মারধর করেন দোকানী। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকান মালিকের ছেলের হাত থেকে উদ্ধার করে এবং দোকান মালিকের ছেলে কংগাইশ এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী জাবেরকে আটক করে থানা আসে পুলিশ।
ঘটনাটি গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে হাজীগঞ্জ বাজারের বড় ব্রিজের পূর্ব পাড় বিসমিল্লাহ ট্রেডার্সের সম্মূখে ঘটেছে। ছিনতাইকারী জাবের আহমেদ হাজীগঞ্জ স্বর্নকার পট্রির স্বর্ন বিতানের মালিক সৈয়দ আহমেদ খোকনের ছেলে।
জানা যায়, স্থানীয় মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. নুরুল ইসলামের ছেলে সায়েম বৃহস্পতিবার রাতে বাজারের স্বর্নকার পট্রির স্বর্ন বিতানে স্বর্ন বিক্রি করতে যায়। দোকান মালিক সৈয়দ আহমেদ খোকনের ছেলে জাবের আহমেদ যুবকের স্বর্ন ওজন করে দেখতে পান প্রায় সাড়ে ৭ আনা স্বর্ন। দোকানী জাবের আহমেদ তার হাতে যুবকের স্বর্ন রেখে তাকে বড় ব্রিজের পূর্ব পাড়ে বিসমিল্লাহ ট্রেডার্সের সম্মূখে নিয়ে স্বর্ন চুরির অপবাদ দিয়ে মারধর করেন। পরে স্থানীয়রা যুবকের চিৎকার দেখতে পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী দোকান মালিকের ছেলের কবল থেকে যুবককে উদ্ধার করেন এবং ছিনতাইকারী দোকানীকে আটক করে থানা নিয়ে আসে পুলিশ।
এ ঘটনায় যুবকের পিতা মাদ্রাসা শিক্ষক মাও. নুরুল ইসলাম শুক্রবার বাদী হয়ে ২ জনকে আসামী করে হাজীগঞ্জ থানা মামলা দায়ের করেন। যার মামলা নং-১২। শুক্রবার বিকেলে ছিনতাইকারী দোকানীকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ।
থানার উপপরিদর্শক আব্দুল্লাহ বলেন, ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী জাবের আহমেদসহ তাদের কয়েকজনের কাছ হতে যুবক সায়েমকে উদ্ধার করি এবং ছিনতাইকারী দোকানী জাবের আহমেদকে আটক করতে সক্ষম হই। পরে আইননুযায়ী তাদের মামলা দায়েরের পর জাবের আহমেদকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।
বিএইচ