Top
সর্বশেষ

মাদারীপুরে মহান বিজয় দিবস পালিত

১৬ ডিসেম্বর, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ
মাদারীপুরে মহান বিজয় দিবস পালিত
এসআর শফিক স্বপন, মাদারীপুর :

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে রাত পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিচার বিভাগ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি করা হয়।

সকালে পুলিশ লাইন মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ সরকারী- বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এরপরে সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৯টায় শকুনি লেকেরপাড়ে স্বাধীনতা অঙ্গনে বিজয় মেলার উদ্বোধন করা হয়। পরে ৫৩তম বিজয় দিবসে মাদারীপুরে ৬দিনব্যাপী বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহম্মদ হাবিবুল আলম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুনির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাবসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী, মাদারীপুর জেলা শাখা সংগঠক লিখন মাহমুদ, কবি মিলন সব্যসাচী, সমন্বয়কারী রাজিব রহমান, সজীব আহমেদ, মাইদুল ইসলাম রানা ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার