পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় বাগেরহাটে গভীর রাত থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে টানা বৃষ্টিতে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়েছে।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকদের কাজ করতে বেশ কষ্ট হচ্ছে। শহরের মূল বাজারে ক্রেতাদের আনাগোনা কমে যাওয়ায় অনেক ক্ষুদ্র ব্যবসায়ীও বিপাকে পড়েছেন।
রিকশাচালক মালেক ইসলাম বলেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভিজে ভিজে রিকশা চালাচ্ছি, কিন্তু যাত্রীও কম। দিনে যা আয় করি, আজ তার অর্ধেকও হবে না।
ভ্যানচালক মজিদ মিয়া বলেন, বৃষ্টিতে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে। ঘরে ছেলে-মেয়েরা বসে আছে, তাদের জন্য কাজ করতেই হবে।
সায়মা আক্তার নামে এক ব্যাংককর্মী বলেন,ছাতা নিয়েও বৃষ্টিতে ভিজতে হচ্ছে। রাস্তা কাদায় ভরে গেছে। পরিবহনের সংকটের কারণে অফিসে সময়মতো পৌঁছানোই মুশকিল হয়ে পড়েছে।
রামপাল উপজেলা বড়দিয়ার কৃষক আবদুল গফুর বলেন, ধান শুকানোর সময় চলছে। এখন ধান ভেজা থাকলে নষ্ট হওয়ার আশঙ্কা বাড়বে। কিছু দিন রোদ না পেলে বড় ক্ষতি হবে।
মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মো. হারুন অর রশিদ জানিয়েছেন, ভোর রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত বাগেরহাটে ১.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
এনজে