Top

শীতে কাঁপছে কুড়িগ্রাম‚ চাহিদা বাড়ছে গরম কাপড়ের

২৪ ডিসেম্বর, ২০২৪ ১২:৪৪ অপরাহ্ণ
শীতে কাঁপছে কুড়িগ্রাম‚ চাহিদা বাড়ছে গরম কাপড়ের
কুড়িগ্রাম প্রতিনিধি :

উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের দাপট বাড়ায় বাড়ছে মানুষের শীত মোকাবেলার প্রস্তুতি। কুড়িগ্রামের ফুটপাতগুলোতে মিলছে বাহারি শীতের পোষাক। এসব দোকান ঘিরে ভিড় করছে নিম্ন আয়ের মানুষেরা। শীতকে কেন্দ্র করে কিছুটা ব্যস্তময় সময় পার করতে হচ্ছে দোকানিদের। শহরের মার্কেটগুলো সহ ফুটপাতের দোকানগুলোতে  বিভিন্ন স্তরে সাজানো হয়েছে শীতের কাপড়। হালকা ও মাঝারি ধরনের শীতের পোষাকের চাহিদা তুলনামুলক বেশি বাড়ছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেচা-কেনাও বেড়েছে বলে জানালেন বিক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, বছরের এ সময়টাতেই তাদের বেচা-কেনা সবচেয়ে বেশি হয়। তাই এবছর শীতের তীব্রতা অনুভূত হওয়ার আগেই ঢাকা,রংপুর বিভাগীয় শহর থেকে তারা  গরম কাপড় বিক্রির জন্য সংগ্রহ করেছেন। ব্যবসায়ীরা আরো জানান, এ বছর হুডি, এয়ারপ্রুফ ও ডেনিমের জ্যাকেট, কোট ব্লেজার, বাচ্চাদের পোশাক , সোয়েটার, হাত মোজা, পা মোজা, কানটুপি, ট্রাউজার, নারীদের কার্ডিগান, লং কোট, কম্বল ও উলের চাদরের চাহিদা সবচেয়ে বেশি। তবে আগের বছর এই পোষাক গুলোর দাম একটু কম ছিলো এবার দাম একটু বৃদ্ধি পেয়েছে। ’’

মার্কেটে দাম বেশি হওয়ায় সল্প আয়ের অনেকেই ফুটপাত থেকে দরদাম করে কিনছেন শীতের পোষাক। তবে গতবছরের তুলনায় এবার শীতের পোষাকের দাম অনেকটা বেশি বলে অভিযোগ ক্রেতা-বিক্রেতাদের।

পোষাক কিনতে আসা ক্রেতারা বলেন‚ ‘‘ তীব্র শীত পড়ছে উত্তরবঙ্গে। ফুটপাতে যে শীতের কাপড়গুলো কিনে থাকি আমরা কাপড়গুলো অনেকটা ভালো মানে এবং সল্প দামে আমরা ক্রয় করতে পাচ্ছি। তবে গত বছরের তুলনায় এবার দাম একটু বেশি।’’

শীতের আগমনে কদর বেড়েছে লেপ‚তোষকের। এসব সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। ব্যস্ততার কারণে আগে থেকে প্রস্তুত করা লেপ কিনছেন কিছু ক্রেতা। কেউ কেউ আবার পুরাতন লেপ তোষক মেরামত করাচ্ছেন।

লেপ, তোষক বিক্রেতা নুর আমিন বলেন, ‘ প্রতি বছরের মত এবারও শীতের আগে আমাদের ব্যাস্ততা বেড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে ক্রেতাদের লেপ, তোষক তৈরির কাজ। এখন পযর্ন্ত ক্রেতাদের অনেক ভিড় দেখা যাচ্ছে।’

লেপ ক্রেতা আমিনুল ইসলাম  বলেন‚‘ আমি এখানে আসছি লেপ বানানোর জন্য। বেশি শীতের কারণে লেপ বানানো লাগছে। দাম যতোই হোক যেটা আমাদের প্রয়োজন সেটা তো নিতেই হবে।’

উত্তর জনপদে আরো শীত বাড়ার আশঙ্কা রয়েছে। শীত বৃদ্ধির সঙ্গে সঙ্গে গরম কাপড়ের চাহিদা বাড়বে এই-অঞ্চলের মানুষদের। বেচা-কেনা ভালো হওয়ার বিক্রেতার খুশি হলেও মূল্য বৃদ্ধিতে অসন্তোষ রয়েছে সাধারণ ক্রেতাদের।

এনজে

শেয়ার