ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবল ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেও ক্রিস্টিয়ানো রোনালদোর আয় কমেনি। এখনও দুই হাতে কামাচ্ছেন তিনি।
সেই আয় এত বেশি যে, বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদ এই পর্তুগিজ উইঙ্গার। বেশ বড় ব্যবধানে পিছিয়ে আছেন রোনালদোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।
অনেকদিন থেকেই বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘ফোর্বস’-এর সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে আছেন রোনালদো। সেই অবস্থান এখনও ধরে রেখেছেন আল নাসরের অধিনায়ক। দুইয়ে আছেন স্প্যানিশ গলফার জন রাম। আর তিনে অবস্থান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এই তালিকায় চারে আছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বাস্কেটবল তারকা লেব্রন জেমস আর পাঁচে অবস্থান রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
ক্রীড়া–বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’-এর বিশ্লেষণ বলছে, রোনালদোর সঙ্গে বাকিদের আয়ের পার্থক্য অনেক বেশি। বিশেষ করে নারী ক্রীড়াবিদদের সঙ্গে সেটি আকাশছোঁয়া। রোনালদোর একার আয় শীর্ষ ১৫ নারী ক্রীড়াবিদের আয়ের চেয়ে বেশি!
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, এ বছর ২৬ কোটি মার্কিন ডলার আয় করেছেন রোনালদো। এ পরিমাণ আয় নিয়ে তিনি ২০২৪ সালের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদ। আর স্পোর্টিকো বলছে, শীর্ষ ১৫ নারী ক্রীড়াবিদ মিলে এ বছর আয় করেছেন ২২ কোটি ১৩ লাখ ডলার। অর্থাৎ এই ১৫ জনের চেয়ে রোনালদোর আয় ৩ কোটি ৮৭ লাখ ডলার বেশি। নারী ক্রীড়াবিদদের মধ্যে ২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করেছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ (৩ কোটি ৪ লাখ ডলার)।
পুরুষ ক্রীড়াবিদদের মধ্যে দুইয়ে থাকা জন রামের আয় ২১ কোটি ৮০ লাখ ডলার। মেসির আয় রোনালদোর প্রায় অর্ধেক। ইন্টার মায়ামি তারকা এ বছর ১৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন। মার্কিন বাস্কেটবল তারকা লেব্রন জেমস আয় করেছেন ১২ কোটি ৮০ লাখ ডলার এবং পাঁচে থাকা এমবাপ্পের আয় ১১ কোটি ডলার।
বিএইচ