জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আমরা দেশের সাংবাদিক, প্রশাসন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল নাগরিকের জন্য ইসলামিক মূল্যবোধে উজ্জীবিত ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণকামী রাষ্ট্র গঠন করতে চাই। এই রাষ্ট্র গঠনে জামায়াত ইসলামী নেতৃত্ব দেবে। এজন্য আমরা জামায়াত ইসলামীর সঙ্গে গোটা দেশবাসীকে পেতে চাই।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাওলানা মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে, স্বাধীনতার চেতনাকে বিক্রি করে দেশকে তছনছ করেছে। আমরা ওই ধরনের বাংলাদেশ গড়তে চাই, যেখানে গণতন্ত্র, আইনের শাসন, নাগরিক অধিকার, শ্রমিক অধিকার, মানবিকতা থাকবে, রাজনীতিতে দুর্বৃত্তায়নের পরিবর্তে মেধার প্রতিযোগিতা থাকবে।
জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমালোচনা করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, দেশের কোনো সংকট তৈরি হলে নিজের নেতাকর্মীকে রেখে যারা দেশ থেকে পালিয়ে যায়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে না, তারা সত্যিকার দেশপ্রেমিক হতে পারে না। তারাই দেশপ্রেমিক রাজনীতিবিদ, যারা সকল সংকটে, কঠিন অবস্থায়ও পালিয়ে না গিয়ে ফাঁসির মঞ্চকে বরণ করে নেন।
জামায়াতের এই নেতা বলেন, গোটা বাংলাদেশকে শেখ পরিবার জিম্মি করে তাদের বাপ-দাদার সম্পত্তি হিসেবে ভোগ করতে চেয়েছিল, যার কারণে এ দেশের দামাল সন্তানেরা জীবন দিয়ে, রক্ত দিয়ে, পঙ্গুত্ববরণ করে স্বৈরাচারের বিরুদ্ধে গোটা জাতিকে রাস্তায় নামিয়েছিল।
মুহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ। ফ্যাসিবাদের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। যত অপরাধ করেছেন সব অপরাধের বিচারকার্যের মুখোমুখি করার জন্যই তাকে দেশে আনা হবে। এখানে আবার ফ্যাসিবাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। শেখ হাসিনার বড় উপহার হচ্ছে তিনি অনেকগুলো খুনের মাস্টারমাইন্ড।
বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ চৌকস দেশপ্রেমীক সেনা কর্মকর্তাকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছিল উল্লেখ করে জামায়াতের নেতা বলেন, পিলখানার সেনাবাহিনীর অফিসারদের হত্যা করার পর হত্যা করা হয়েছে জামায়াতের নেতৃবৃন্দকে। তারপর রাতের আঁধারে মতিঝিলের শাপলা চত্বরে শত শত আলেমকে হত্যা করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এ এস এম লুৎফুর রহমান, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মো. আব্দুস সালাম, নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহাম্মদ, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা বোরহান উদ্দিন, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহরের সেক্রেটারি ছাত্রনেতা হাবিবুর রহমান আরমান, জামায়াতের নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
বিএইচ