Top
সর্বশেষ

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত

২৬ ডিসেম্বর, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ণ
দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, দিনাজপুর :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বা,জা,ফে-০৮) দিনাজপুর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) হলরুমে শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ জাকিরুল ইসলাম।

শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা শাখার সভাপতি মোঃ জুয়ের রানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা, জেলা আইনজীবী সমিতির সাবেক ধর্মীয় ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনের এমপি পদপ্রার্থী এ্যাডঃ মোঃ মাইনুল আলম ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ মেহেরাব আলী।

অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা শাখার সাবেক সভাপতি ও সদর উপজেলা শুরা সদস্য মোঃ হাবীবুল্লাহ বেলালী ও সদর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ হোসেন আলী।

দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর সদর উপজেলা শাখার কার্যকরী পরিষদ ২০২৫-২০২৬ সেশনের নব-নির্বাচিত সভাপতি (সদস্য-রুকন) মোঃ জুয়েল রানাকে প্রথমে এবং এরপর সহ-সভাপতি (সদস্য-রুকন) মোঃ হোসেন আলী ও মোঃ মতিউর রহমানকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ জাকিরুল ইসলাম। সর্বশেষে নব-নির্বাচিত সভাপতি মোঃ জুয়েল রানা কার্যকরী পরিষদের ৩২ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

এনজে

শেয়ার