Top
সর্বশেষ
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকারও দেবে: প্রেস সচিব সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব এবার এস আলমের প্রতিষ্ঠানকে ফোর্স লোন সুবিধা দিল ইউনিয়ন ব্যাংক ৬ কারণে ডলারের বাজারে অস্থিরতা, মনিটরিং জোরদার করেছে কেন্দ্রীয় ব্যাংক এস আলমের ৮ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করতে দুদকের চিঠি বেস্ট হোল্ডিংসের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসরায়েলি শ্রমবাজারের দখল নিচ্ছে ভারতীয়রা রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ আন্দোলন প্রত্যাহার করলেন ট্রেইনি চিকিৎসকরা

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে: উপদেষ্টা সাখাওয়াত

২৮ ডিসেম্বর, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে: উপদেষ্টা সাখাওয়াত

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থানর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে। সেখানে যারা আসবেন তারা নির্বাচন নিয়ে একটি গাইডলাইন তৈরি করতে পারে। তখন হয়তো আলাদা করে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন পড়বে না।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় সংলাপে অংশ এ কথা বলেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, এখন সংস্কার করা না গেলে তা আর কখনোই করা যাবে না। ২০০৭ সালেও সংস্কারের চেষ্টা করেছিলাম। তখন কিছু সংস্কার করা হলেও পরবর্তীতে ক্ষমতাসীনদের কারণে তা টেকেনি। সংবিধান অথবা অন্য কিছুর দোহাই দিয়ে তা না করা হলে গণঅভ্যুত্থানের হতাহতদের প্রতি অন্যায় করা হবে। এক্ষেত্রে রাজনৈতিকদলগুলোর মধ্যে বোঝাপড়ার দরকার বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এখন ভোট করতে পয়সা লাগবে বলে চাঁদাবাজি হচ্ছে। একটি দল যদিও বহিষ্কার করছে, তবে তা যথেষ্ট নয়। দেশে রাজনৈতিক দলগুলোর জন্য একটি আইন থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এম জি

শেয়ার