ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা লালমনিরহাটের জনপদ। জেঁকে বসেছে শীত। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। গত তিনদিন ধরে সূর্যের দেখা মিলছে না। ফলে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ পড়েছে চরম বিপাকে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।
কুড়িগ্রামের রাজারহাটের কৃষি আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল ৭টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় হাট-বাজারগুলোতে গরম কাপড় কেনার ধুম পড়েছে। তবে শীতবস্ত্রের অভাবে কষ্টে পড়েছে তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর পাড়ের হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ।
লালমনিরহাট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অসহায় ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে এরইমধ্যে ১৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি বেসরকারিভাবেও শীতার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন সংগঠন।
এনজে