Top
সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবি ছাত্রলীগের পার্টি অফিস গুড়িয়ে দিলো শিক্ষার্থীরা

০৪ জানুয়ারি, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবি ছাত্রলীগের পার্টি অফিস গুড়িয়ে দিলো শিক্ষার্থীরা
বাকৃবি প্রতিনিধি :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে অবস্থিত ছাত্রলীগের কার্যালয়টি গুঁড়িয়ে দেন শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে শতাধিক শিক্ষার্থী লাঠি, ইটপাটকেল এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে ছাত্রলীগের কার্যালয়ে হামলা চালান। প্রথমে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপের মাধ্যমে অফিসটি ভাঙা শুরু হয়। কিছু সময়ের মধ্যেই একটি বুলডোজার ব্যবহার করে পুরো ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন এবং স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠেন। তারা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই’, ‘ছাত্রলীগের দুই গালে, জুতা মারো তালে তালে’, ইত্যাদি স্লোগান দেন।

এর আগে গত ৫ আগস্ট বিকেলে ছাত্রলীগের এই কার্যালয় ভাঙচুর করা হয়েছিল। তবে তখন ভবনটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে না দিয়ে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এ ধরনের কার্যালয় তাদের ক্যাম্পাসে থাকার কোনো যৌক্তিকতা নেই। তাই তারা এই কার্যালয়টি ধ্বংস করার সিদ্ধান্ত নেন।

ঘটনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতো সংগঠনের কোনো কার্যক্রম বা কার্যালয় ক্যাম্পাসে থাকার সুযোগ নেই। আমরা শান্তিপূর্ণভাবে পড়াশোনা করতে চাই। ক্যাম্পাসে এমন সংগঠনের কোনো স্থান নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ শামসুল হক হলের একজন শিক্ষার্থী বলেন, আজ নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই বাকৃবিতে ছাত্রলীগের কবর রচিত হলো। ছাত্রলীগকে যে বা যারা পুনর্বাসন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা শহীদ শামসুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছি।

এম জি

শেয়ার