Top
সর্বশেষ

জাবিতে ‘ডিজিটাল স্কিল ফর স্টুডেন্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

০৭ জানুয়ারি, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
জাবিতে ‘ডিজিটাল স্কিল ফর স্টুডেন্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র (আইআইটি) আয়োজনে ‘ডিজিটাল স্কিল ফর স্টুডেন্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে আইআইটি ল্যাবে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইআইটির পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খান এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. শামীম আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের দক্ষ মানুষ তৈরি করতে হবে। যে কোনো জায়গা থেকে একজন দক্ষ মানুষ দেশ-জাতির জন্য বিশাল অবদান রাখতে পারে। তিনি বলেন, শিক্ষক সফল হয় তখন, যখন শিক্ষার্থী তাঁকে অতিক্রম করে। উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ কর্মশালা থেকে অর্জিত জ্ঞান তাদের সৃজনশীলতার মাধ্যমে ব্যবহারিক জীবনে প্রয়োগে করে সাফল্য অর্জন করবে।

বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং বিশ্বব্যাংকের সার্বিক সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২৭৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এতে ডাটা সায়েন্স, সাইবার ক্রাইম, গ্রাফিকস্ ডিজাইনসহ ১২টি কোর্স পরিচালনা করা হবে। ১৬০ ঘন্টার এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে যুগোপযোগী ভূমিকা রাখবে।

এম জি

শেয়ার