Top
সর্বশেষ

ছাত্র-জনতার বিপ্লবে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে: মঈন খান

০৪ জানুয়ারি, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
ছাত্র-জনতার বিপ্লবে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে: মঈন খান
জেলা প্রতিনিধি :

ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের দেড় দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার দুপুরে (৪ জানুয়ারি) মোড়েলগঞ্জ উপজেলা সদরের আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এবিএম ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীন হয়েছে। ছাত্ররাই পারে দেশকে সম্মানিত করতে। একজন রাজনীতিবিদ গুলির সামনে দাঁড়াতে গেলে অনেক কিছু চিন্তা করে, ছাত্ররাই পারে নির্দ্বিধায় গুলির মুখে দাঁড়াতে। একজন ছাত্র-নীতির জন্য জীবন দিতে দ্বিধা করে না। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের যোগ্য করে গড়ে তুলছেন।’

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোরশেদ আসিফ হাসান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ট্রেজারার আবুল হাসনাত মো. শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম প্রমুখ।

সংবর্ধিত অতিথির বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ‘বৈষম্যহীন এই বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না। এদেশে আর কেউ অন্যায় করতে পারবে না। অন্যায় ও জুলুমকারীরা যত ক্ষমতাবান হোক না কেন, তাদের শেখ হাসিনাকে দেখে শিক্ষা নিতে হবে, ঠিক আছে না আজকে কোথায় তার রাজনৈতিক মৃত্যু হয়েছে।’

কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, ‘সামনে আমাদের বড় চ্যালেঞ্জ। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

মোড়লগঞ্জ বাসির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মোড়লগঞ্জ উপজেলা ১৬ টি ইউনিয়নের বাসিন্দা ও বিএনপির বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিএইচ

শেয়ার