Top
সর্বশেষ
‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

চকরিয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৩

০৭ জানুয়ারি, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ
চকরিয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৩
কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার বদরখালী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া। এর আগে সোমবার সকাল ১০টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে চকরিয়া থানা পুলিশ।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এমএম রকিব উর রাজা বলেন, কিশোরীর পরিবারের সাথে কথা হয়েছে। আজ (মঙ্গলবার)বিকেলের মধ্যে মামলা করতে পারে। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ঘটনার পর থেকেই অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১০ টার দিকে বদরখালী সেতু থেকে মহেশখালীগামী সিএনজি অটোরিকশায় একাই উঠেছিল ওই তরুণী। পথে বদরখালী সেতুতে গাড়ি নষ্ট হয়েছে বলে চালক ওই কিশোরীকে নামিয়ে দেন। এ সময় চার যুবক মুখ চেপে ধরে ভয় দেখিয়ে সড়ক সংলগ্ন প্যারাবনে নিয়ে যায় এবং সবাই মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে তাকে প্যারাবনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। জ্ঞান ফেরার পর কিশোরী সড়কে এসে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে কিশোরীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এম জি

শেয়ার