Top
সর্বশেষ
পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

মাদারীপুরে কেটে নিচ্ছে রাস্তার গাছ, প্রশাসন নিরব

০৮ জানুয়ারি, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ
মাদারীপুরে কেটে নিচ্ছে রাস্তার গাছ, প্রশাসন নিরব
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর জেলার ডাসার উপজেলার ধুলগ্রামের রাস্তা ও খালের পাড় থেকে লাখ টাকার গাছ কেটে নিচ্ছে স্থানীয় আহম্মদ, মোহাম্মদ ও খলিল নামের ৩জন। স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের ৫শ গজের মধ্যে এই গাছ কেটে নিলেও কোন ব্যবস্থা নেননি তহশিলদার।

সরোজমিনে দেখা গেছে, রাস্তার পাশ থেকে গাছ কেটে ভ্যানে করে নিয়ে যাচ্ছে। গাছ কাটার পর গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দিচ্ছে। বেশ কিছুদিন ধরে গাছ কাটলেও তহশিলদার কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এ পর্যন্ত প্রায় ১২ থেকে ১৫টি গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় আহম্মদ, মোহাম্মদ নামের দুইভাইসহ খলিল নামের অপর এক ব্যক্তি। এতে ক্ষুদ্ধ এলাকাবাসী।

স্থানীয় ওয়াজেদ আলী ও মোসারফ হাওলাদার অভিযোগ করে বলেন, প্রকাশ্যে রাস্তার গাছ কেটে নিলেও তহশিলদার তাদের কিছু বলে না। এভাবে রাস্তার গাছ কেটে নিলে বর্ষায় খালে পানি এলে এই রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন গাছ কাটতে এদের বাধা না দিলে পরবর্তীতে আরও মানুষ গাছ কাটা শুরু করবে। এভাবে রাস্তার দুই পাশের সব গাছই কেটে ফেলবে এরা। তহশিলদার টাকা নিয়ে এদের গাছ কাটার সুযোগ করে দিচ্ছে। তহশিলদার সরকারি লোক হয়ে কিভাবে সরকারে ক্ষতি করছে। আমরা তহশিলদারের বিচার চাই।

অভিযুক্ত খলিল বলেন, আমাদের জমির উপর দিয়ে রাস্তা গেছে। আমরা রাস্তার পাশে খাল পাড়ে এই গাছ লাগিয়েছি। এখন গাছ বড় হয়েছে তাই কেটে নিয়ে যাচ্ছি। এতে কার কি বলার আছে।

বালীগ্রাম ইউনিয়নের তহশিলদার মো. কবির মিয়া বলেন, আমার মৌজা ম্যাপ দেখতে হবে। দেখতে হবে এই জমি কার। যদি কাগজপত্রে সরকারি জমি হয় তখন তাদের আমি বাধা দেব। আপনার কাগজপত্র দেখতে দেখতে তো এরা গাছ কেটে নিয়ে যাবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি তাদের জমিতে গাছ হয় তাহলে তারা গাছ কাটলে আমার কি করার আছে। আর যদি জমি সরকারি হয় তখন আমি দেখব। তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন তহশিলদার কবির মিয়া।

এবিষয় জানতে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বারবার ফোন করেও পাওয়া যায় নি।

এনজে

শেয়ার