Top
সর্বশেষ
পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

সরিষাবাড়ীতে ট্রেন-ট্রাক সংঘর্ষ, ট্রেনচালকসহ আহত ৪

০৮ জানুয়ারি, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে ট্রেন-ট্রাক সংঘর্ষ, ট্রেনচালকসহ আহত ৪
মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে :

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের সাথে সার বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পৌর এলাকার তালুকদার বাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। এসময় সংঘর্ষে ট্রাকটি খন্ড বিখন্ড হয়ে রেললাইনের দুইপাশের বিভিন্ন খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রেনের চালক, ট্রাক চালক ও সহযোগীসহ ৪ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন ট্রেনের লোকোমাস্টার সামছুল হক, সহকারী লোকোমাস্টার (নাম পাওয়া যায়নি) ট্রাক চালক মজনু মিয়া ও তার সহযোগী (হেলপার) মহর হোসেন। ট্রেন চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয় ও গুরুতর আহত ট্রাক চালক এবং সহযোগীসহ দুইজনকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে পাঠান ।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ভূয়াপুর স্টেশন থেকে চট্রগ্রাম গামী ময়মনসিংহ এক্সপ্রেস ৩৮ ডাউন ট্রেনটি ভোর ৪.৪৫ মিনিটে বয়ড়া স্টেশন থেকে সরিষাবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে তালুকদার বাড়ী রেলক্রসিং পার হতে গেলে পূর্ব দিক থেকে আসা ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার বোঝাই ট্রাক লাইনের উপর উঠে পড়লে ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রেনটি প্রায় ২০০ মিটার দুরে ট্রাকটিকে টেনে নিয়ে ট্রেন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন চালক।

এসময় ট্রাকটি দুমরে মুচড়ে খন্ড খন্ড হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পরে। এ ঘটনায় ট্রেনের সামনে লোকোমাস্টারের অংশ ভেঙে যায়। ট্রেন ও ট্রাকের বিকট শব্দে এলাকায় আতঙ্কের সৃষ্টি হলে মুহুর্তেই হাজারো মানুষের ভীড় জমে। এদিকে, বেলা এগারোটার দিকে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় লাইন থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটির অংশ সড়িয়ে ট্রেন ও যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় প্রায় ৬ ঘন্টা সরিষাবাড়ী-তারাকান্দি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গেটম্যান ঘুমিয়ে থাকার কারনে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয় একেএম ফয়জুল কবীর তালুকদার শাহিন বলেন, রেলক্রসিংয়ের সিগনাল আছে কিন্তু গেটম্যানের দায়িত্ব অবহেলার কারনে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের চালক দক্ষ ছিলো বলেই ট্রেনের যাত্রীরা রক্ষা পেয়েছে।

ট্রেনের লোকোমাস্টার সামছুল হক বলেন, ভোর ৪ টা ৪০ মিনিটের দিকে হালকা কুয়াশা ছিল, এই ক্রসিংয়ে একজন গেটম্যান রয়েছে। গেটম্যান ঘুমে থাকার কারনে ক্রসিং এর গেট খোলা ছিলো।ট্রেনটি স্বাভাবিক গতিতেই রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ একটি ট্রাক ট্রেনের সামনে চলে আসলে সংঘর্ষ হয়। এসময় আমার হাতের আঙ্গুল মুখে কেটে যায়।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, আমার বাড়ীর সামনে এই ঘটনা ঘটেছে। ভোরে এতোটা ভয়াবহ শব্দ হয়েছে যে, মনে হলো ঘরের মধ্যে শব্দটা হলো। তখনি ঘর থেকে বের হয়ে দেখি একটি ট্রাকের সামনের ভাঙ্গা অংশ ট্রেনের সামনে পড়ে আছে। আল্লাহ তায়ালা বড় কোন বিপদ থেকে রেল লাইনের পাশে থাকা স্থানীয়দের ও ট্রেনের যাত্রীদের রক্ষা করেছে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কমীদের সহায়তায় দূর্ঘটনা কবলিত ট্রাকটিকে সড়িয়ে ট্রেন ও যান চলাচল স্বাভাবিক করা হয়।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, আমি ভোর রাতে ঢাকা রেলওয়ের কন্ট্রোল অফিস থেকে এই দূর্ঘটনার বিষয়ে জানতে পারি। পরে সরিষাবাড়ী থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। গেটম্যানের অবহেলার কারনেই এই দূর্ঘটনা ঘটেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এনজে

শেয়ার