কুড়িগ্রামে উলিপুর প্রেস ক্লাব’র নানা আয়োজনের মধ্য দিয়ে ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকালে কর্মসূচির শুরুতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র্যালী প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এতে উলিপুর প্রেস ক্লাবের সদস্য, বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
র্যালি শেষে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেট কাটা হয়।
আলোচনা সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি সহিদুল আলম বাবুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আইনজীবী আহসান হাবীব নিলু, নিউজ ২৪ এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হূময়ূন কবির সূর্য, উলিপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি মমতাজুল হাসান করিমী, সাধারণ সম্পাদক উত্তম কুমার সেন লক্ষন গুপ্ত, প্রেসক্লাবের সিনিয়র সদস্য নুরবক্ত মিয়া, কবি ও সাহিত্যক আবু হেনা মোস্তফা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এম জি