২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় মানিকগঞ্জের হরিরামপুরে বয়রা ইউনিয়নের আন্ধারমানিক নিমতলা এলাকার সবুজ কুমার দে’র বাড়ি হতে দিলীপ শীলের বাড়ি পর্যন্ত ২ লক্ষ টাকা ব্যায়ে ড্রেনসহ ইটের সোলিংকরণ এর বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্পের বাস্তাবায়নের দায়িত্ব পায় বয়রা ইউনিয়নের ইউপি সদস্য কালিপদ। একই ইউনিয়নের ২০২৩-২৪ অর্থবছরে বয়রা ইউনিয়নে বাবু চেয়ারম্যানের বাড়ির পাশে কার্পেটিং রাস্তা মেরামতের জন্য ১লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন করেন বয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুর রহমান। দুইটি প্রকল্পই দেয় সদ্য বদলী হওয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান।
সরেজমিনে দেখা যায়, আন্ধারমানিক নিমতলা এলাকার সবুজ কুমার দে’র বাড়ি হতে দিলীপ শীলের বাড়ি পর্যন্ত ড্রেনসহ ইটের সোলিংকরণ এর কাজ বাস্তবায়ন এর দায়িত্ব পায় বয়রা ইউনিয়ন পরিষদের সদস্য কালিপদ। এখানে কয়েকটি স্লাব দিয়ে ড্রেন নির্মাণ করা হলেও ইটের সোলিংকরণ করা হয়নি। তবে সেটিও নির্মান করা হয়েছে ৪ বছর আগে যা ২০২২-২৩ অর্থবছরের বরাদ্দের আগেই বাস্তবায়ন হয়েছে। তবে প্রকল্পের বিষয়ে কিছুই জানেন না প্রকল্পের বাস্তবায়নের দায়িত্বে থাকা ইউপি সদস্য কালীপদ। এলাকাবাসীর ভাষ্যমতে প্রকল্পটি বাস্তবায়ন করে সবুজ কুমার দে। যখন প্রকল্পটি বাস্তবায়িত হয় তখন খরচ হয়েছিল ১ লক্ষ টাকা।
অন্যদিকে লেছরাগঞ্জ বাজারের পাশে বাবু চেয়ারম্যানের বাড়ির পাশে কার্পেটিং রাস্তা মেরামতের স্থানে ইট দিয়ে সোলিংকরণ করা হয়েছে যা বাস্তবায়ন করেছে বয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুর রহমান। প্রকল্পে এক লক্ষ টাকা থাকলেও কার্পেটিং মেরামত না করে, রাস্তার দৈর্ঘ্য:৩০ ফুট ও প্রস্ত:১০ ফুট করে ইট সোলিংকরণ করা হয়েছে। যার ফলে প্রকল্পটি শেষ করে অর্ধেক টাকারও কম টাকায় ।
আন্ধারমানিক নিমতলা এলাকার বাসিন্দা স্বপন সহ একাধিক লোক বলেন, এইখানে ড্রেন নির্মানের জন্য বাজেট ছিলো ১ লাখ টাকা। আনুমানিক ৪ বছর আগে এই ড্রেন নির্মানের কাজ করা হয়েছে। শুনেছিলাম উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে প্রকল্পটি আনা হয়েছিল।
প্রকল্পের বিষয়ে জানতে সবুজ কুমার দে এর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও, ফোনটি বন্ধ পাওয়া যায়।
বয়রা ইউনিয়ন পরিষদের সদস্য কালিপদ বলেন, প্রকল্পের বিষয়ে আমি কিছু জানি না। আমি কোন প্রকল্পের কাজ করিনি। মাঝে মধ্যে চেয়ারম্যান সাইন করে নিয়ে যায় আমাদের কাছ থেকে তিনিই বলতে পারবেন। আমি চেয়ারম্যানের সাথে কথা বলে জানাবো।
বয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুর রহমান জানান, রাস্তা ৭০ ফিট বাই ১৩ ফিট হয়েছে। প্রথমে আমি নিজের টাকা দিয়ে রাস্তা মেরামত করেছি,পরে জানতে পারি আমার ইউনিয়নের নামে এডিপি প্রকল্পে ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।আমি মানিকগঞ্জ এলজিইডি এর নির্বাহী প্রকোশলীকে বার বার বলার পরে বলেন ঠিক আছে আমরা রাস্তা করে দিব।
এরপর একদিন দেখি একটা গাড়ি তে ৪-৫শত ইট নিয়ে আসছে। তার ৩ দিন আগে উপজেলা ইঞ্জিনিয়ার আমাকে ফোন দিয়ে বলে চেয়ারম্যান সাহেব আমাকে ৪ গাড়ি বালু ব্যাবস্থা করে দিতে পারবেন। আমি ব্যাবস্থা করে দিয়েছিলাম সময় টা ছিলো গত কুরবানি ঈদের আগে।বালু ফেলার পরে আর কোন কিছু করা হয়নি।
পরবর্তীতে রথ উৎসবের আগে রাস্তাটির অবস্থা আরোও খারাপ হয়ে যায়, আমি আবার যোগাযোগ করি মানিকগঞ্জ এলজিইডি এর সাথে। এরপর আবার উপজেলা ইঞ্জিনিয়ার আমাকে বলেন, এর আগে যে আমাকে ৪ গাড়ি বালি দিয়েছিলেন বালু তো এদিক সেদিক হয়ে, মাটির সাথে মিশে গেছে।আপনি আবার একটু দয়া করে ৪ গাড়ি বালু দিবেন। আমি তাকে সরাসরি বলেছি টাকা দেন আগে।পরে টাকা দিয়েছে কিন্তু আগের ৪ গাড়ি বালুর টাকা ইঞ্জিনিয়ার আমাকে দেয়নি। পরে আবার ৫০০ ইট দিয়ে কাজ করতে চেয়েছিলেন আমি বাধা দিয়েছি। এরপর আমি উপজেলা নির্বাহী অফিসার,চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ারদের কাছে বলি আমার এডিপির ১ লাখ টাকা আমাকে বুঝিয়ে দেন আমি কাজ করতেছি। পরে ইঞ্জিনিয়ার বললেন আমাকে ৮ হাজার ইট ব্যাবস্থা করে দিতে পারবেন? আমি বললাম পারবো। পরে ইঞ্জিনিয়ার এর লোকজন নিয়ে ৮ হাজার ইটসহ আরো বালু ও খাওয়াদাওয়া নিয়ে ৯৮০০০ টাকা বিল করা হলো। তবে দুই লেয়ার এর ইট সোলিং হয়েছে।
এ ব্যাপারে হরিরামপুর উপজেলা প্রকৌশলী মাজহারুল হক আকন্দ বলেন, আমি সাইডে আছি পরে কথা বলবো বলে কল কেটে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অতঃপর সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সারা পাওয়া যায়নি।
এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাহরিয়ার আশরাফ বলেন, বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। খোজ নিয়ে দেখে জানাবো।
এম জি