Top
সর্বশেষ
বাজার পর্যালোচনার ভিত্তিতে সুদের হার আরো কমবে: গভর্নর ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: ফিলিস্তিনিদের বাধঁভাঙা উচ্ছ্বাস জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ঋণের নামে এননটেক্সকে দেয়া টাকা আত্মসাৎ ও পাচার ৭২১৫ জনকে সুপার নিউমারারি পদোন্নতি; চার ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ বহালের সিদ্ধান্ত আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০ সারজিস আলমের নেতৃত্বে আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী

দি কার্টার একাডেমির পুরস্কার বিতরণ

১৬ জানুয়ারি, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
দি কার্টার একাডেমির পুরস্কার বিতরণ
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান (একমাত্র ইংরেজি মাধ্যম) দি কার্টার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) আনন্দমুখর পরিবেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠান সকালে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থাপনায় সুশৃঙ্খলভাবে অ্যাসেম্বলি, প্যারেড ও পিটি শো প্রদর্শিত হয় এবং এরপরে পায়রা, বেলুন উড়িয়ে ও মশাল প্রদক্ষিণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নৌ বাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের।

বিশেষ অতিথির বক্তব্যে দেন- এনএমসিআই বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা  সাদরূল্লাহ আল মনসুর।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক,- শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এনজে

শেয়ার