Top
সর্বশেষ
সারা দুনিয়া ও দেশবাসীকে জানাতে চাই আমরা একতাবদ্ধ আছি: ড. ইউনূস বাজার পর্যালোচনার ভিত্তিতে সুদের হার আরো কমবে: গভর্নর ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: ফিলিস্তিনিদের বাধঁভাঙা উচ্ছ্বাস জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ঋণের নামে এননটেক্সকে দেয়া টাকা আত্মসাৎ ও পাচার ৭২১৫ জনকে সুপার নিউমারারি পদোন্নতি; চার ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ বহালের সিদ্ধান্ত আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০

বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের স্তুপে নসিমন, চালকসহ নিহত ২

১৬ জানুয়ারি, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ
বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের স্তুপে নসিমন, চালকসহ নিহত ২
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোংলায় সড়ক দূর্ঘটনায় নসিমন চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত দুইটায় মোংলা উপজেলার গাছির মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এসময় আরও তিনজন গুরুত্বর আহত হয়েছেন।

নিহতরা হলেন, মোংলা উপজেলার সোনাইলতলা ওয়াজেদ আলী শেখ এর ছেলে রোকন উদ্দিন (৬০) ও খুলনার দাকপ উপজেলার বানিশান্তা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে দিদার মোল্লা(৩২)। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের ২ জনকে খুলনা এবং অপরজনকে মোংলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার বুলেট সেন বলেন, ভোরে আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজন মৃত এবং তিনজন বেশ আহত ছিল। দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। একজনকে হাসপালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন এ ঘটনায় পরিবারের আপত্তি না থাকায় নিহতদের লাশ পরিবারের জিম মাই দেয়া হয়েছে।

এম জি

শেয়ার