মিয়ানমার থেকে সাগরপথে কক্সবাজারের কক্সবাজারের টেকনাফের উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে আটজন প্রাপ্তবয়স্ক নারী থাকলেও কোনো পুরুষ নেই বলে পুলিশ সূত্রে জানা যায়।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের (ইনচার্জ) পরির্দশক শোভন কুমার সাহা বলেন, টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকা থেকে অনুপ্রবেশকালে ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছি। তাদের কি করা হবে, সে বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।
এর আগে গত জানুয়ারির শুরুতে টেকনাফের মেরিন ড্রাইভের উপকূল হতে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক হয়েছিল।
রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.এহসান উদ্দিন জানান, ‘অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনীগুলো এক সাথে কাজ করছে।
এম জি