Top
সর্বশেষ
সারা দুনিয়া ও দেশবাসীকে জানাতে চাই আমরা একতাবদ্ধ আছি: ড. ইউনূস বাজার পর্যালোচনার ভিত্তিতে সুদের হার আরো কমবে: গভর্নর ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: ফিলিস্তিনিদের বাধঁভাঙা উচ্ছ্বাস জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ঋণের নামে এননটেক্সকে দেয়া টাকা আত্মসাৎ ও পাচার ৭২১৫ জনকে সুপার নিউমারারি পদোন্নতি; চার ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ বহালের সিদ্ধান্ত আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০

মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা ৩৮ রোহিঙ্গা টেকনাফে আটক

১৬ জানুয়ারি, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা ৩৮ রোহিঙ্গা টেকনাফে আটক
কক্সবাজার প্রতিনিধি :

মিয়ানমার থেকে সাগরপথে কক্সবাজারের কক্সবাজারের টেকনাফের উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে আটজন প্রাপ্তবয়স্ক নারী থাকলেও কোনো পুরুষ নেই বলে পুলিশ সূত্রে জানা যায়।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের (ইনচার্জ) পরির্দশক শোভন কুমার সাহা বলেন, টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকা থেকে অনুপ্রবেশকালে ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছি। তাদের কি করা হবে, সে বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।

এর আগে গত জানুয়ারির শুরুতে টেকনাফের মেরিন ড্রাইভের উপকূল হতে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক হয়েছিল।

রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.এহসান উদ্দিন জানান, ‘অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনীগুলো এক সাথে কাজ করছে।

এম জি

শেয়ার