ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন, যারা এতোগুলো মানুষকে হত্যা করেছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, গুলি করে মেরেছে এবং বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রংপুরে দুই দিনের সফরে এসে নগরীর সিটি পার্ক মার্কেটে গণঅধিকার পরিষদের নতুন রাজনৈতিক কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুরু বলেন, বাংলাদেশে যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন দরকার। পুরোনো রাজনৈতিক বন্দোবস্তর মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই আজকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।
বাংলাদেশের সংবিধান সংস্কার ও নির্বাচন বিষয়ে তিনি তার বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
এ সময় গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম জি