কেশবপুরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, বাঘারপাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ মেহেদী হাসান, চৌগাছা উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা প্রমুখ। প্রশিক্ষক ছিলেন কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম।
সকাল নয়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এ প্রশিক্ষণে ৯৪ জন তথ্য সংগ্রহকারি ১৮ জন সুপারভাইজার অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম বলেন, মাঠ পর্যায়ে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এম জি