Top

সংবাদ প্রকাশের পর সেচ প্রকল্পে লোক দেখানো পানি উদ্বোধন

২০ জানুয়ারি, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
সংবাদ প্রকাশের পর সেচ প্রকল্পে লোক দেখানো পানি উদ্বোধন
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি  :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে সময়মতো সেচের পানি না পাওয়ায় হুমকির মুখে ১০ হাজার হেক্টর জমির বোরো চাষ। বিভিন্ন জটিলতায় নির্ধারিত সময়ে পানি পায়নি কৃষকরা। এই সমস্ত বিষয় নিয়ে জাতীয় ও স্থানীয় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্টরা।

সোমবার (২০ জানুয়ারি) ১১টায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কালীপুর পাম্প হাউজে পানি উদ্বোধন করেন চাঁদপুর পাউবির উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল) সালাউদ্দিন। অপরদিকে উদামদী পাম্প হাউজেও একই সময়ে পানি উদ্বোধন করেন। তবে উদামদী পাম্প হাউজে পানি উদ্বোধন করার পর ১০ মিনিট চললেও কালীপুর পাম্প হাউজে উদ্বোধনের ১৩ সেকেন্ড পরই সূঁচ বন্ধ করে দেয়। এতে কৃষকরা আরো দুশ্চিন্তায় পড়েছে।

কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, আমাদের বীজতলার ধানের চারা গুলো বড় হয়ে যাচ্ছে। তাছাড়া খাল-বিলের পানিও শুকিয়ে গেছে। এখন পানি না পেলে আমরা মাঠে মারা যাবো।

সরেজমিনে দেখা যায়, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ক্যানেলের বিভিন্ন যায়গায় এখনো ব্লক নির্মাণ কাজ ও আবর্জনা পরিষ্কার ও সেচ ক্যানেলে বাঁধ দিয়ে কালভার্ট নির্মাণের কাজ চলছে। ফলে নির্ধারিত সময়ে কৃষকরা পানি পাচ্ছে না।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপবিভাগীয় নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন বলেন, আজ আমরা পানি উদ্বোধন করেছি। সেচ ক্যানেলের কোথায়ও সমস্যা আছে কিনা তা দেখে ও সরিষা আবাদের অবস্থা দেখে অতি তাড়াতাড়ি পূর্ণভাবে পানি দেওয়া হবে।

এনজে

শেয়ার