Top

কুবির অর্থনীতি বিভাগের বিদায় সংবর্ধনা ও ইকোনমিকস ফেস্ট অনুষ্ঠিত

২০ জানুয়ারি, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
কুবির অর্থনীতি বিভাগের বিদায় সংবর্ধনা ও ইকোনমিকস ফেস্ট অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি ক্লাবের উদ্যোগে অর্থনীতি বিভাগের প্রবীণ বিদায় সংবর্ধনা, ইকোনমিকস ফেস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যা পরবর্তীতে অর্থনীতি বিভাগের হলরুমে মূল অনুষ্ঠানের মাধ্যমে এগিয়ে চলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অর্থনীতি ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মোসা. আশিকা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম উপস্থিত সকলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, “আমাদের বিভাগের শিক্ষার্থীরা দেশে-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। বর্তমানে বিভাগে ১৮তম ব্যাচ ভর্তি রয়েছে এবং শীঘ্রই ১৩তম ব্যাচের ফেয়ারওয়েল আয়োজন করা হবে। ইতোমধ্যে ১২তম ব্যাচের অনেক শিক্ষার্থী কর্মক্ষেত্রে যোগ দিয়েছে। আশা করি, সবাই সফলতা অর্জন করবে এবং বিভাগের সবার বন্ধন অটুট থাকবে।”

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী অর্থনীতি বিভাগের গুরুত্ব তুলে ধরে বলেন, “অর্থনীতি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ। বাংলাদেশের এলিট শ্রেণির অনেকেই অর্থনীতির ছাত্র। এখানকার শিক্ষার্থীদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।” তিনি আরও বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় বর্তমানে ‘ওবিই’ (আউটকাম বেইজড এডুকেশন) কারিকুলামে অন্তর্ভুক্ত হয়েছে, যা শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদানে সহায়তা করবে। শুধু বইয়ের জ্ঞানই যথেষ্ট নয়, বরং সমাজ থেকে শিক্ষালাভ করাও গুরুত্বপূর্ণ।”

বিএইচ

শেয়ার